বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
কামরাঙ্গীরচর থেকে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী আটক ২ জন
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু,
রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ অভিযান পরিচালনা করে ছুড়ি সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)
র্যাব-১০ মিডিয়া সেল থেকে আজ বুধবার (১৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর গলি এলাকায় একটি অভিযান পরিচালনা করে
মোঃ স্বপন (৩০) শেখ রাজীব (২৬) নামের
০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি চাকু ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী এবং বেশ কিছুদিন যাবৎ কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে বলে স্বীকার করেছে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।