বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে বাসের ধাক্কায় এক পথচারী নিহত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা স্বাধীন পরিবহন বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।নিহতের নাম মোহাম্মদ জুয়েল (২৬),সে শুভাঢ্যা উত্তরপাড়ার বাবুল বেপারীর ছেলে।
আজ (২৩শে সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই নাজমুল আলম জানান, রাস্তা পারাপারের সময় বাসচাপায় পথচারী নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এসময় গাড়িটির চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেঁতলে দিয়ে বেরিয়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।