শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সাংবাদিক ফয়সাল হাওলাদারকে প্রকাশ্য মেরে ফেলার হুমকি, থানায় সাধারন ডায়েরি।
কেরানীগঞ্জ সংবাদদাতা
ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোটার ও বিডিসি ত্রুাইম বার্তার সম্পাদক সাংবাদিক ফয়সাল হাওলাদারকে মেরে ফেলার হুমকি প্রদান করেন জামাল হুজুর নামের এক ব্যক্তি।
জানা যায়, গত বুধবার (১৭ নভেম্বর) রাতে কেরানীগঞ্জ খোলামোড়া জিয়ানগর হেলালের ফুচকা দোকানে সাংবাদিক ফয়সাল হাওলাদার ফুচকা খেতে বসে তার শ্যালক হিরা-কে খাওয়ার জন্য বললে। শ্যালক হিরা খাবেনা বলে জানায়। পরক্ষনে সাংবাদিক ফয়সাল খুনসুটি করে শ্যালককে বলেন তাহলে থাপ্পড় খা। পাশে থাকা জামাল হুজুর কিছু না বুঝে তিনি মনে করেন “থাপ্প খা” তাকে বলা হয়েছে। এতে জামাল হুজুর ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে নির্বাচনি সংবাদ সংগ্রহের কাজে কালিন্দী ইউনিয়ন গেলে গতকাল শনিবার (২০ নভেম্বর) সাংবাদিক ফয়সাল হাওলাদারকে প্রকাশ্য দিবালকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মারতে এসে ক্ষিপ্ত জামাল হুজুর মেরে ফেলার হুমকি দেয় । হুজুর জামাল কালিন্দী মক্কা নগর জামে মসজিদের ইমাম।
এ ঘটনায় সাংবাদিক ফয়সাল হাওলাদার জীবনের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় রবিবার (২১ নভেম্বর) একটি সাধারণ ডায়রি করেন যার নং ১১১৫।