সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
র্যাব-১০ এর অভিযানে কেরাণীগঞ্জ থেকে হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ী আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
র্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৯ জানুয়ারি ২০২২ আনুমানিক ২ :৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ২৬ গ্রাম (২৭১ পুরিয়া) হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রেজাউল করিম (৫০) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। এছাড়াও তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ০৪ টি মাদকের মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।