রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
আজ ৩ নভেম্বর জেল হত্যা দিব উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
সাতচল্লিশ বছর আগে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনটি শোক আর শ্রদ্ধায় স্মরণ করছে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় নিজস্ব কার্যালয় দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুব ব্যাপারীর সভাপতিত্বে ও ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন।
সভায় উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশি।
এছাড়া আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, দপ্তর সম্পাদক শম করিম, সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শামীম, সহ দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান মডেল থানা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো. হারূন মাষ্টার ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য মো. কাশেম,দাক্ষন কেরানীগঞ্জ ছাত্রলীগ সভাপতি গাজী মাসুম বিল্লাহ জুয়েল ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক মো. শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।