সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
প্রস্তাবিত বাজেটে ব্যাংকে এক লাখ টাকার উপরে আমানতে আবগারি শুল্ক না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
তিনি বলেছেন, ব্যাংকের আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে যে হারে সমালোচনা হচ্ছে তাতে সরকার প্রস্তাবিত আবগারি শুল্ক থেকে পেছন ফিরবে (ব্যাক)। জাতীয় সংসদে এ নিয়ে অবশ্যই আলোচনা হবে, সে সময় ব্যাংকের আমানতের উপর শুল্ক আগেরটা বহাল রাখা হতে পারে।
শনিবার রাজধানীর গুলশান-২ এর লেকশোর হোটেলে আয়োজিত বাজেটোত্তর এক আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথি এম এ মান্নান বলেন, এখনও ব্যাংকে আমানতের উপর ৫০০ টাকা আবগারি শুল্ক আরোপ আছে। প্রস্তাবিত বাজেটে এক লাখ টাকা পর্যন্ত শুল্ক জিরো শতাংশ করা হয়েছে। এক লাখ টাকার উপরে যাদের আমানত রয়েছে শুধু তাদের আমানতের উপর শুল্ক ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমরা জানি ব্যাংকে মোট আমানতকারীর আমানত ৮০ শতাংশই এক লাখ টাকার নিচে। এ হিসাবে তারা শুল্ক থেকে উল্টো রক্ষা পেত।