বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী।

আমিনবাজার থেকে সাধারণ জনগণের ভোটের মাঠে নামলেন জনাব শাহীন আহমেদ

–কেরাণীগঞ্জ প্রতিনিধি–

আমিনবাজার থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নেমে পড়লেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। ঢাকা-২ আসনে আওয়ামী লীগ থেকে তিনি অন্যতম সম্ভাব্য প্রার্থী।

এই আসনের বর্তমান সাংসদ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। নানারকম কেলেংকারি আর অতিকথনের কারণে তিনি মনোনয়ন ঝুঁকিতে রয়েছেন বলেই বিভিন্ন সূত্রের খবর। সেই সুযোগটি কাজে লাগাতে চান তরুণ তুর্কি শাহীন আহমেদ।

অবশ্য গতকালই আনুষ্ঠানিকভাবে মাঠে নামলেও প্রচারণায় বেশ আগে থেকেই শক্ত একটি অবস্থান তৈরি করে রেখেছেন দেশের দুইবারের সেরা এই উপজেলা চেয়ারম্যান।

গত সোমবার আমিন বাজার মদিনাতুল উলুম মাদ্রাসা মসজিদে জোহর নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লীদের কাছে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন শাহীন আহমেদ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। দেশ আজ উন্নয়নে ভাসছে। বাংলাদেশকে আজ সারা বিশ্বের সাথে নতুনভাবে পরিচিত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তার কারণেই দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। তার এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। কাজেই আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখুন।

এ সময় স্থানীয় প্রায় ৭-৮টি মসজিদ-মাদ্রাসার প্রধানগণ, মুসল্লী কেরাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কেরাণীগঞ্জ মডেল থানাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, থানা আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশ্রমী এবং তৃণমূলের রাজনীতিতে জনপ্রিয় প্রার্থীকেই আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ— প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে এমন আভাস পেয়েই মাঠে-ময়দানে ছুটে বেড়াচ্ছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। তারই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবেই নির্বাচনী প্রচারণা শুরু করলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শাহীন আহমেদ বলেন, ‘মূলধারার আওয়ামী নেতাকর্মীরা সকলেই আমার পাশে রয়েছে। আমাকে সমর্থন জানিয়েছেন। তারা আমাকে অভয় দিচ্ছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন।’

তিনি বলেন, তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ায় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তাই তরুণদের সম্ভাবনা কাজে লাগানো উচিত মনে করেই আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করি।

তিনি আরো বলেন, আমি জনগনের নির্বাচিত প্রতিনিধি। আমার কাজ জনগনের সুবিধা-অসুবিধায় পাশে থাকা। স্থানীয় সরকারের উন্নয়ন কাজ সম্পাদন করা। আমি সেটাই করে যাচ্ছি।

আগামী নির্বাচনে নৌকার টিকিটে লড়াই করার আশাবাদ ব্যক্ত করে শাহীন আহমেদ বলেন, ‘আমার সমস্ত ভাবনাজুড়ে কেরানীগঞ্জের জনগন ও তাদের আর্থ-সামাজিক উন্নয়ন। আশা রাখি আগামী নির্বাচনে ঢাকা-২ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে জনগনের প্রত্যাশা পূরণে কাজ করতে পারবো।’

তিনি বলেন, আমি বরাবরই দলের প্রতি অনুগত থেকে কাজ করে যাচ্ছি। আমার নেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন, তবে তৃণমূল ও সাধারণ জনগণকে নিয়ে আমি জয়ী হতে পারবো ইনশআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host