শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির উদ্যোগে
গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরন।
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরাণীগঞ্জের পূর্ব আগানগরস্থ প্রায় এক হাজার গরিব দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। আজ ৩১ আগষ্ট বৃহস্পতিবার কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: এ চাল বিতরন কর্মসূচী পালন করেন। জাতীর জনকের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩পালন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ম.ই মামুন।
কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি স্বধীন শেখের সভাপতিত্বে এ অনুষ্ঠানটির পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুসলিম ঢালী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুব লীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মীর আসাদ হোসেন টিটু,
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন
কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: এর যুগ্ম সাধারন সম্পাদক মো.তোফাজ্জল হোসেন,কোষাধ্যক্ষ শেখ কাওসার, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো.মানিক শেখ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.জহিরুল ইসলাম, যুবলীগ নেতা আতাউর রহমান প্রমুখ।