বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে বিদেশী পিস্তল ও মাদকসহ মোসলেম উদ্দিন নামের ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার লক্ষ্যে অদ্য ৩১/০৮/২১ তারিখ, আনুমানিক ০১:৩০ ঘটিকায় উক্ত এলাকায় উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা মোঃ মোসলেম উদ্দিন @ মুসলীম (৩৮) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ০১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন, ০২ রাউন্ড অ্যামুনেশন (গুলি) ও ৩৩৯পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এছাড়া তার বিরুদ্ধে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি ডাকাতি, ০১টি অস্ত্র ও ০১টি বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।