শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে জিপিএ ফাইভ প্রাপ্ত এসএসসি ও সমমান পরীক্ষা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।
কেনানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে জিপিএ ফাইভ প্রাপ্ত এসএসসি ও সমমান পরীক্ষা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) ১২ টায় উপজেলার কলাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চারশতাধিক শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে কেরানীগঞ্জ উপজেলা রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। তোমাদের জ্ঞানের দ্যুতি ছড়িয়ে পড়বে সারাবিশ্বে। তোমরা হয়ে উঠবে দেশের সেরা নাগরিক। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী, হযরতপুর ইউপি চেয়ারম্যান আয়নাল হোসেন, তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি প্রমুখ।