শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছেন দক্ষিন কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের এক চৌকস টিম।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।দিনে রিকশা চালক, রাতে ডাকাত! তাদের টার্গেট থাকত কোথায় কোথায় নির্মানাধীন নতুন বিল্ডিং এর কাজ চলছে। রাত হলে তাদের টার্গেট অনুযায়ী নির্মানাধীন বিল্ডিং এর সিকিউরিটির হাত পা বেধেঁ জিম্মি করে রড চুরি বা ডাকাতি করত তারা।
তিনটি ডাকাতি মামলার রহস্য উদঘাটনা করতে মাঠে নামে পুলিশের একটি চৌকস টিম। তাদের একটি সংঙ্গবদ্ধ ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের এক চৌকস টিম।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) আমিনুল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রেস ব্রিফিং মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন।
গ্রেফতার সংঙ্গবদ্ধ ডাকাত দলের ১২ সদস্য
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, গত ৪ আগষ্ট রাতে দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার ভিউ এলাকায় এস এম অছিউর রহমান (৫২) এর নির্মাসাধীন ভবনে ১০/১২ ডাকাত কেয়ারটেকার মাহবুব ও রড মেস্ত্রী গাজিউর রহমানের হাত পা বাধিয়া সাড়ে ৩ টন রড ট্রাকে তুলিয়া ডাকাতি করিয়া নিয়ে যায় যার বাজার মূল্য ৩ লক্ষ ১১ হাজার পাচশত টাকা। একই চক্র দক্ষিণ কেরানীগঞ্জে ২০ আগষ্ট ২২ ইং সাইফুল ইসলামের নির্মানাধীন ভবনের অভিনব কায়দায় সিকিউরিটির হাত পা বেধে ৫ টন রড ডাকাতি করে নিয়ে যায় যার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া কেরানীগঞ্জের মডেল থানার মধু সিটি-১ এলাকা থেকে ডাঃ মোঃ আব্দুল মতিনের নির্মানাধীন ভবনের কেয়ারটেকারকে বেধে ৬ টন রড ডাকাতি করে যার মূল্য ৫ লক্ষ ৩৩ হাজার টাকা । এ বিষয় সংশ্লিষ্ট থানায় রড ডাকাতির তিনটি মামলা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার এ তিনটি মামলা তদন্তর নির্দেশদেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহজামান ও মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ মামুন এর সমন্বয়ে একটি চৌকস টিম সংঙ্গবদ্ধ ডাকাতদের ধরতে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ডাকাত দলনেতা মফিজ (৪৫)কে দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মফিজ এর দেয়া তথ্য মতে ডাকাতির সাথে জড়িত আরো ১১ ডাকাতকে গ্রেফতার করে থানা পুলিশ।
এছাড়া উক্ত ডাকাতদের বিরুদ্ধে ঢাকার মানিকগঞ্জ নারায়নগঞ্জ,সিরাজদীখান,মুন্সিগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবউদ্দিন কবির ,দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ মামুন।