বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
কেরানীগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক ও দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া পরিদর্শনে ঢাকা জেলা প্রশাসক
শামীম আহম্মেদ ঃ
কেরানীগঞ্জে প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের তথ্য আপার উঠান বৈঠক ও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। তারানগর আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় তিনি এই উঠান বৈঠক ও মহড়া পরিদর্শন করেন। কেরানীগঞ্জ তথ্য আপার উঠান বৈঠকে জেলা প্রশাসক উপস্থিত মহিলাদের প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা গ্রহনের জন্য নানা পরামর্শ দেন। এসময় বৈঠকে উপস্থিত মহিলাদের প্রত্যেককে সম্মানি ভাতা প্রদান করা হয়। পরে তিনি একই মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া পরিদর্শন করেন। এতে ফায়ার সার্ভিসের লোকজন দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূক বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিথ দেব নাথ, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল,কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন, কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,কেরানীগঞ্জ তথ্য সেবা কর্মকর্তা শারমিন সুলতানা,কেরানীগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা,তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক,তথ্য সহকারী আম্বিয়া খাতুন,টপি আক্তার ও কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধান সম্পাদক মাসুদ রানা প্রমুখ।এর আগে ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান ভাওয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে উপস্থিত থেকে সেখানে মায়েদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এসময় ওই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রæপ পরীক্ষা কার্যক্রমেরও উদ্ধোধন করেন।