রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা ঝাউবাড়ী এলাকায় ঘরের তালা ভেঙে নদী দাস (১৬) নামে সনাতন ধর্মী এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইম সিন এর টিম নমুনা সংগ্রহ করেছে। নিহত নদী দাস মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মন্ডব গ্রামের মৃত জগদিস দাসের মেয়ে।
গত শনিবার রাত ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ যুবতীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় পুলিশের প্রাথমিক ধারনা এটা একটি হত্যা কান্ড হতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই স্বপন ও স্থানীয়দের মাধ্যমে জানাগেছে, গত ৮ মাস আগে নিত নদী ও তার বাবাসহ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা ঝাউবাড়ি এলাকার আনিসুর রহমানের চার তলা ভবনের নিচতলায় ভাড়া বসবাস করত। গত একমাস পূর্বে নদীর বাবা জগদিস দাস মারা যায়। পরে তার মা রুমা দাসকে নিয়ে ওই বাড়িতে বসবাস করছিল। গত তিন দিন পূর্বে বাড়ির কাউকে কিছু না জানিয়ে তারা ঘরে তালা মেরে চলে যায়। গত শনিবার রাতে ঘর থেকে পঁচা গন্ধ ছড়িয়ে পরলে বাড়িওয়ালা আনিসুর রহমান দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানায়। রাতেই পুলিশ এসে ঘরের তালা ভেঙে নদীর ফাঁপা ফোলা অবস্থায় মৃতদেহ খাটের উপর দেখতে পায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় নদীর মা’কে না পেয়ে তার মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নদী নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছি। তদন্তশেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।