রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক -স্বপ্নসিঁড়ি কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

কেরানীগঞ্জে তিনটি কারখানায় ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জে তিনটি কারখানায় ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ বনি আমিন

ঢাকার কেরানীগঞ্জ নকল আচার, ট্যাংক ও জর্দ্দা তৈরি করার অপরাধে তিনটি কারখানাকে সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন কেরানীগঞ্জ মডেল থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি’ র আদালত।


আজ ৫ জুলাই মঙ্গলবার বিকেলে গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কেরানীগঞ্জ মডেল থানাধীন কুশাইর বাগ এলাকায় মোঃ রুবেল(৩০) কারখানায় অনুমোদনবিহীন নকল খাদ্য সামগ্রী (আচার, ট্যাংক) প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০,৫২ ও ৫৩ ধারায় কারখানাটি সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভাগনা এলাকায় মোঃ মিঠুন(২৩) অনুমোদনবিহীন নকল, পঁচা ও মেয়াদ উত্তীর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে আচার প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে কারখানাটিকে সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া কালিন্দি চড়াইল এলাকায় মেহেনাজ কেমিক্যাল এন্ত খয়ের ও জদ্দা প্রস্তুকারী এনায়েত হোসেন কারখানায় উপস্থিত না থাকায় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। কারখানার মালিক এনায়েত কে আগামীকাল প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে,স্ব- শরীরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়,কেরানীগঞ্জ উপস্থিত থাকতে নির্দেশ প্রদান করা হয়।

অভিযানের বিষয় কেরানীগঞ্জ মডেল থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০,৫২ ও ৫৩ ধারায় তিনটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, যা খেলে ছোট বাচ্চাদের ক্ষতির আশংকা ও নকল পন্য তৈরী করার অপরাধে সিলগালা ও জরিমানা করেছি। আমাদের সবাইকে এসব কারখানার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, ভ্রাম্যমান আদালতের এধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host