শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
কেরানীগঞ্জে নারী দিবস পালিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও লেডিস ক্লাবের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও নারীদের মধ্যে ঋণের চেক বিতরণসহ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম এর সাভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, লেডিস ক্লাবের সভাপতি নাহিদ সালমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা ও সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তারসহ অনেকে।