রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে দোয়া, মিলাদ মাহফিল ও কেক কেটে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার সন্ধ্যায় চুনকুটিয়া চৌরাস্তায় একটি কমিউনিটি সেন্টারে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিন কেক কেটে নেতাকর্মীদের আপ্যায়িত করেন। এর আগে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এতে অন্যন্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক বাবু লক্ষণ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সাবেক যুগ্ন সম্পাদক শাহ সেলিম বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উৎপল মজুমদার, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মানিক শেখ সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।