শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে সাংবাদিকের উপর পুলিশের হামলা ক্যামেরা ছিনিয়ে নেয়ায় ইন্সপেক্টর প্রত্যাহার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার রাজধানীতে বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশি চলাকালীন ফুটেজ সংগ্রহ করার সময় বাংলা টিভির সিটি রিপোর্টার আরিফুল ইসলাম কে লাঞ্চিত করে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে পুলিশ।এ ঘটনায় অভিযুক্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেন কে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় বাবুবাজার ব্রিজের ঢালের কেরানীগঞ্জ অংশের কদমতলী এলাকায় কনস্টেবল নিয়ে একটি গাড়ির যাত্রীকে তল্লাশি করছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) আনোয়ার হোসেন।এ সময় সাংবাদিক আরিফুল ইসলাম ক্যামেরায় ভিডিও ধারণ করতে গেলে তাকে গালাগাল করে এবং হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় আনোয়ার হোসেন। এ ঘটনায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা রাস্তা অবরোধ করলে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির,দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে ঢাকা জেলা পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামকে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করে এবং তাৎক্ষণিক ইন্সপেক্টর আনোয়ার কে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
নির্যাতিত সাংবাদিক আরিফের ছবি।