বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে ৪০কেজি গাঁজাসহ গ্রেফতার তিন জন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে ১২ লক্ষ টাকা মুল্যমানের চল্লিশ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, তিনটি মোবাইল ফোন ও চৌদ্দশ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো,মোঃ ওসমান ভূঁইয়া (৩৮) মোঃ ইয়ামিন মিয়া (১৮) ও একজন শিশু থাকায় আইনে বাধ্যবাধকতার কারণে তার নাম প্রকাশ করেনি র্যাব-১০।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তা এলাকা থেকে গাড়িতে করে মাদক পরিবহনের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময়ে মাদক এনে রাজধানীতে সরবরাহ করতো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।