শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

কেরানীগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।

সারাদেশের ন্যায় কেরানীগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাতটায় মনু ব্যাপারি ঢালে  শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয় ।

সারাদেশের ন্যায় কেরানীগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আজ বাঙালি জাতির জন্য একটি উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়ে, পরবর্তীতে জিনজিরাস্থ মনু বেপারীর ঢালে অবস্থিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, কেরানীগঞ্জ প্রেসক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনেতিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ,
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম, কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি সালাহউদ্দিন আইউবী, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি মর্জিনা বেগম,

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান,

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম, ঢাকা জেলা দক্ষিণ বিভাগ ট্রাফিক (প্রশাসন) ইন্সপেক্টর জাকির হোসেনসহ সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেনসহ কেরানীগঞ্জের আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা লীগের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা ভবন চত্বরে জাতির পিতার ম্যুরালে সবাই শ্রদ্ধা নিবেদন করেন ।

এরপর সকাল আটটায় উপজেলা মাঠে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে অতিথিরা পুলিশ বাহিনীর কর্তৃক সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন শ্রেণীবি পেষার সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host