সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি, ইমরান হোসেন ইমু:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর গরুর হাট এলাকায় ধলেশ্বরী নদীতে ডুবে নিখোঁজ হওয়া রাতুল(৯) এর লাশ তিন দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে বক্তবলি নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। আজ ১৬ জুলাই বেলা ১২ টার দিকে ধলেশ্বরী নদীর মোহনা বক্তবলী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রাতুল কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের চর রোহিতপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে গত ১৪ জুলাই (মঙ্গলবার) দুপুরে তার নানা বাড়ী একই উপজেলার হযরতপুরের বয়াতিকান্দী গ্রামে বেড়াতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়। রোহিতপুর ইউনিয়ন পরিষদের সদস্যা মোঃ জাবেদ জানান, নিহত রাতুলের বাবা সোহেল মিয়া ছেলের লাশটি সনাক্ত করেছে। সকল আনুষ্ঠানিকতা শেষে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তরের পক্রিয়া চলছে।
অন্যদিকে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি গতকাল বুধবার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা খেয়া ঘাট থেকে নিখোঁজ ধর্মশুর গ্রামের মোঃ শরীফের ছেলে মোঃ সাহিদ। কয়েকটি ট্রলার যোগে চলছে তার উদ্ধার তৎপরতা ।