বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
: দাম নেই এবারে কোরবানী পশুর চামড়ার। উত্তরাঞ্চলে গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে এসব চামড়া।
কোরবানী পশুর চামড়া মাটিতে পুতে ফেলছেন লোকজন!
আগস্ট ১৩, ২০১৯
গরুর চামড়া ১০০ এবং ছাগলের চামড়া মাত্র ১০টায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এই দামে চামড়া কেনার ক্রেতাও মিলছেনা। রাগে-ক্ষোভে তাই পশুর চামড়া মাটিতে পুতে ফেলছেন লোকজন।
লোকজন বলছেন, সারাদিন অপেক্ষার পরেও কোনো ক্রেতা মেলেনি। আর ক্রেতা যাওবা মিলেছে তাতে দাম বলছে একেবারেই নগণ্য।
আকারভেদে গরুর চামড়া বিক্রি হয়েছে ১০০ থেকে ৪০০ টাকায়়। আর ছাগলের চামড়া বিক্রি হয়েছে মাত্র ১০ থেকে ২০ টাকা দরে।
এ অবস্থায় পশুর মূল্যবান চামড়া মাটিতেই পুতে ফেলছেন কোরবানিদাতারা।
উত্তরাঞ্চলের নীলফামারী জেলাতে সোমবার ঈদুল আজহার দিনে এমন ঘটনা ঘটেছে।
কোরবানিদাতারা বলছেন, ক্রেতা না মেলায় বাধ্য হয়ে অনেকে মাটিতে গর্ত করে গরু ও খাসির চামড়া পুঁতে ফেলতে হচ্ছে।
রাজশাহীর বিভিন্ন এরাকায় ঘটেছে একই ঘটনা।