বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
মোঃ মাসুদ
বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন সহ সম্পাদক অপর্ণা রায় বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বাড়ীতে পুলিশী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। গতকাল সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মানিকগঞ্জের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে পুলিশ হামলা চালায় । এসময় বাড়ীতে সাবেক মহাসচিবের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু ও তার স্ত্রী সহ পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। পুলিশ এই পারিবারিক অনুষ্ঠানের পুলিশী অনুমতি আছে কিনা জানতে চাইলে খন্দকার আকবর এটা মানবাধিকার লঙ্ঘন বলে পুলিশকে চ্যালেঞ্জ জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করার হুমকি দিলে উপস্থিত সকলে আতঙ্কগ্রস্থ হয়ে পরে। পরে উপস্থিত সবাইকে বাড়ী থেকে বের করে দেয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপর্ণা রায় বলেন, বেছে বেছে বিএনপির নেতা, কর্মী ও সমর্থক ও তাদের পরিবার এবং তাদের সম্পদের উপর পুলিশের এহেন অত্যাচার দিন দিন বেড়েই চলছে। বনদস্যুরা যেভাবে সাধারন জনগনের উপর অত্যাচার চালায় পুলিশও তেমনি হিংস্র হয়ে উঠছে। তিনি দেশের জনগনকে তার গনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।