শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
উইলিয়ামসনের পর ফিফটি তুলে নিয়েছেন রস টেলরও। ওয়ানডেতে টেলরের এটি ৩৭তম হাফ সেঞ্চুরি। ৮২ বলে ৬টি চারের মারে করেছেন ৬৩ রান। তাসকিনের বল স্কুপ করতে গিয়ে ফাইন লেগে মোস্তাফিজের হাতে ধরা পড়েন টেলর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০ ওভার ৪ উইকেট হারিয়ে ২০৩ রান। ২৯ রান নিয়ে ব্যাট করছেন নেইল ব্রুম। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন জিমি নিশাম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনাই পায় নিউজিল্যান্ড। কিউইদের ওপেনিং জুটি বেশ জমে উঠেছিল। লুক রনকি ও মার্টিন গাপটিলের মধ্যকার এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে লুক রনকিকে সাজঘরে ফেরালেন বাংলাদেশি এই পেসার। তাসকিনের বল মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন রনকি। ১৮ বলে দুটি চারে ১৬ রান করেছেন তিনি।
দেখেশুনেই ব্যাট করছিলেন মার্টিন গাপটিল। উদ্বোধনী জুটিতে লুক রনকিকে নিয়ে তোলেন ৪৬ রান। রুবেল হোসেনের কাছে ধরাশায়ী হয়ে সাজঘরে ফেরেন তিনি। গুড লেন্থের বলে ব্যাট চালাতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কিউই ওপেনার। বিদায়ের আগে ৩৫ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৩ রান করেছেন গাপটিল।
তিনে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে টানেন কেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটে রস টেলরকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন কিউই অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ফিফটিও পেয়ে যান। ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠা উইলিয়ামসন সাজঘরে ফেরেন রান আউটে কাটা পড়ে। রস টেলরের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এ পরিণতির শিকার হন ৫৭ রান করা উইলিয়ামসন।