শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
ঢাকা মাহনগর প্রতিনিধি(৩০ সেপ্টেম্বর ২০১৮) : জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে দাবি করে সাংবাদিক নেতারা জানিয়েছেন, আইনটি সংশোধন না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
৩০ সেপ্টেম্বর রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে বৈঠকে সাংবাদিক নেতারা এ কথা জানান।
বৈঠকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা অংশ নেন।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতাদের আপত্তি আগামী বা এর পরের মন্ত্রিসভা বৈঠকে আলোচনার জন্য উঠছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।
বৈঠকের পর বিএফইউজের সভাপতি মোল্লা জালাল সাংবাদিকদের বলেন, ‘আমরা পরিষ্কার বলেছি যেহেতু আইনটি পাস হয়েছে। এই আইন নিয়ে পেশাদার সাংবাদিকরা কোনো কোনো কারণে শঙ্কিত, সম্পাদক পরিষদ কোনো কোনো কারণে শঙ্কিত। দুই ধরনের বিষয় আছে। আমরা শুধু মাত্র পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যাতে কোনো প্রতিবন্ধকতার শিকার না হয় সেই জায়গায় নিশ্চয়তা চাচ্ছি। এর বাইরে আমাদের অন্য কোনো ডিমান্ড নেই।’
তিনি বলেন, ‘আমরা বলেছি আমাদের ওই জায়গা যদি নিশ্চিত না হয় তবে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন করবো, অবস্থান গ্রহণ করবো।’
আইনের কোন কোন ধারায় আপনাদের আপত্তি- জানতে চাইলে মোল্লা জালাল বলেন, ‘আইনের ধারা উপধারা ব্যাখ্যা করে নয়। যারা আইনটি প্রণয়ন করেছেন তাদের বলেছি আপনারাই খুঁজে খুজে বের করুন, আমাদের সেন্টিমেন্টটা হচ্ছে এই। আমাদের সেন্টিমেন্টের আমাদের অবস্থানের বিপক্ষে আপনারা যা কিছু লিখেছেন সেটা সংশোধন করেন।’
ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলাম বলেন, বলেন ‘ডিজিটাল নিরপত্তা আইনের কিছু কিছু ধারা আছে যেটা সত্যিকার অর্থে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিকদের জন্য আতঙ্কের ও উদ্বেগের। আমরা সেটি বিবৃতিতে বলেছিলাম, আজকে সেটা আনুষ্ঠানিকভাবে বৈঠকে বলেছি। কোথায় কোথায় আপত্তি, সেই আপত্তিগুলো কীভাবে দূর করা যায় সেটির একটি সুনির্দিষ্ট একটি সুপারিশও আমরা দিয়েছি।’