শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শামীম আহম্মেদ ঃ
কেরাণীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানগণের কাব স্কাউটিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা স্কাউটসের সহযোগিতায় বাংলাদেশ স্কাউটস কেরাণীগঞ্জ উপজেলা শাখা এ সভার আয়োজন করেন।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেরাণীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস কেরাণীগঞ্জ উপজেলা শাখার কমিশনার মাজেদা সুলতানা,বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক অলক চক্রবর্তী,বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার সহ-সভাপতি এস,এম খালেক,যুগ্ম সম্পাদক মো.রইস উদ্দিন, ঢাকা জেলা লিডার লুৎফা আয়েশা,কেরাণীগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক মো.বাবুল হোসেন,ওয়ার্কসপ পরিচালক ফরিদা ইয়াসমিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আখলাকুর রহমান, মো.জিয়াউর রহমান, কামরুণ নাহার ববি,মো.জাকির হোসেন, মো.নাজমুল হক প্রমুখ । #