সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোহাম্মদ শাহ্জামান।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু। প্রকাশিত ২৬ জুলাই ২০২২।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জামান ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার জুন মাসের অপরাধ সভায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় অপরাধ বিষয়ক সভায় ঢাকা জেলায় শ্রেষ্ঠ ওসি’র নাম ঘোষণা হয় পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার। এ সময় শাহ্জামানের হাতে সাফল্যের সম্মাননা সার্টিফিকেটসহ নগদ অর্থ তুলে দেন মারুফ হোসেন সরদার।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ (সার্কেল) শাহাবুদ্দিন করিরসহ প্রমুখ।