বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি’র বার্ষিক সাধারণ সভা- অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক মোঃ ইমরান হোসেন ইমু।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি’র বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মো. জাকির খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মাসুদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন।এসময় সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সদস্যদের সম্মতিক্রমে মোহাম্মদ আলী, আলহাজ্ব শেখ শাহ আলম ও শাখাওয়াত হোসেনকে নির্বাচন কমিশনার নির্বাচন করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।এছাড়াও বক্তব্য রাখেন, ঠিকাদার জিল্লুর রহমান,ঠিকাদার আব্দুস সামাদ, ঠিকাদার আব্দুর রহিম, ঠিকাদার আলাউদ্দিন, ঠিকাদার শাখাওয়াত হোসেন,ঠিকাদার কবির হোসেন, ঠিকাদার আবুল কালাম আজাদ, ঠিকাদার এবিএম রফিকুল আলম ভুইয়া, ঠিকাদার আব্দুল বারী ও ঠিকাদার জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন জোনাল অফিসের ঠিকাদারবৃন্দ।