রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন এসআই সুব্রত দাস। কেরানীগঞ্জে তেলঘাট এলাকায় ভুয়া সাংবাদিক আটক ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে এসে মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ নামে দুই প্রতারক আটক। কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কানন শিকদারের নামে চাঁদাবাজির মামলার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেন। বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: ভুয়া ভিসা দিয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত নজরুল ইসলাম সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রবিনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ৫ আগস্টের নেতাকর্মীদের পাশে আওয়ামী লীগ নেতা কেরানীগঞ্জে বিএনপি নেতার ছেলে ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার। র‌্যাব-১০ কর্তৃক ০৩ টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল আমিন (৩০) রাজধানীর পোস্তগোলায় গ্রেফতার। কেরাণীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব-১০ কর্তৃক ০৫ জন আসামী গ্রেফতার।

দুই বছরের দুধের শিশু খাদিজা ইসলাম মাকে হারিয়ে দিশেহারা।

দুই বছরের দুধের শিশু খাদিজা ইসলাম মাকে হারিয়ে দিশেহারা।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি মধ্যপাড়া গ্রামের ছবির বিশ্বাসের মেয়ে সুমাইয়া আক্তার (২২) গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে শ্রীরাম কান্দি গ্রামের আজগার কাজীর ছেলে, সজিব কাজীর সঙ্গে পালিয়েযান,খাদিজা ইসলাম এই ঘটনায় শিশুটি মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

জানা যায়, সুমাইয়া আক্তার উপজেলার দক্ষিণ বাশুড়িয়া গ্রামের প্রবাসী মাসুম শেখের স্ত্রী, যিনি প্রায় ছয় বছর আগে মাসুমের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিযোগ রয়েছে, সুমাইয়া আক্তার এবং সজিব এর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, এবং সজিব কাজী মোবাইল ফোনের মাধ্যমে সুমাইয়া আক্তার থেকে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করে আসছিল। সজীব কাজী ভয়ভীতি দেখিয়ে, সুমাইয়ার কাছ থেকে প্রবাসীর স্বামীর কার থেকে ৫ লক্ষ টাকা দাবি করে।

এ বিষয়ে সুমাইয়া আক্তারের পরিবার জানায়, সজিব কাজী তাকে হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে এবং তার দুই বছরের শিশুকে রেখে সুমাইয়াকে নিয়ে পালিয়ে যায়। এর ফলে, খাদিজা ইসলাম, শিশু মেয়ে, এখন মাকে হারিয়ে এবং তার পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছে। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে সুমাইয়া আক্তারের পিতা ছবির বিশ্বাস।
এ বিষয়ে সজিব কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার দেখা মেলেনী তার মুঠোফোনে কল দিলে মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকার স্থানীয় মানুষ এবং সুমাইয়া আক্তারের পরিবার প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যেন মা এবং শিশুর পুনর্মিলন সম্ভব হয় এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host