শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ র‌্যাব-১০ কর্তৃক ০৩ টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল আমিন (৩০) রাজধানীর পোস্তগোলায় গ্রেফতার। কেরাণীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব-১০ কর্তৃক ০৫ জন আসামী গ্রেফতার। মুন্সীগঞ্জে ০১ টি বিদেশী পিস্তল ও ০২ টি ম্যাগাজিনসহ মোহন (৩৯) র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। সারা দেশে সাংবাদিক দের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ০৮ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব: নৌকা মাঝি খুন কেরাণীগঞ্জের গোলামবাজারে ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার ০৩ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। কেরানীগঞ্জে কদমতলী আল্লাহ দান নামে একটি রিক্সার গ্যারেজে থামছে না জুয়া, বাড়ছে পারিবারিক অশান্তি। মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা

দোষী সাব্যস্ত হলেন বলিউড সুপারস্টার সালমান খান

১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার প্রজাতির হরিণ শিকার অভিযোগে ২০ বছর আগের পুরনো মামলায় ভারতের একটি আদালত বলিউড সুপারস্টার সালমান খানকে দোষী সাব্যস্ত করেছে।
এমনি তার ছয় বছর পর্যন্ত জেল হতে পারে, তবে তিনি আপিল করতে পারবেন বলে জানিয়েছেন আদালত।

এ মামলার অন্য অভিযুক্ত বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবুকে খালাস দিয়েছে আদালত।

কত বছরের কারাদণ্ড হতে যাচ্ছে সালমান খানের সেটি শিগগিরই ঘোষণা করবে আদালত ।

বিশ বছর আগের পুরনো এই মামলার আদেশ দিয়েছেন যোধপুরের ডিসট্রিক্ট প্রিজাইডিং অফিসার দেবকুমার খাত্রী।

আদেশ দেয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবু ।

এ মামলায় ট্রাভেল এজেন্ট দশায়ন্ত সিং ও সালমানের সহকারী দিনেশ গাউরে এ দুজনও অভিযুক্ত ছিলেন ।
অভিযুক্ত মিস্টার গাউরে অবশ্য এখনো পলাতক।

সালমান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো যে তিনি ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরের কাছে কানকানি গ্রামে দুটি বিরল প্রজাতির হরিণ শিকার করেছেন।

সালমানসহ উল্লেখিত অভিযুক্ত অভিনেতা, অভিনেত্রীরা সেখানে একটি হিন্দি ছবির শুটিংয়ে গিয়েছিলেন।

তবে এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে সালমান খান বলেছেন হরিণ দুটি প্রাকৃতিক কারণেই মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host