শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
পুরান ঢাকায় সালাউদ্দিন বাদলের শীতবস্ত্র বিতরণ।
নিজস্ব প্রতিবেদক :বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষানুরাগী সমাজসেবক ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ নেতা,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট ও আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদলের নিজ উদ্যোগে আজ সকাল ১১ টায় ওয়ারী সিলভারডেল প্রিপারেটরী এন্ড গার্লস স্কুলে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্যোক্তা সালাউদ্দিন বাদল বলেন, আসুন আমরা নিজের সাধ্যমত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দারিদ্র্য বিমোচনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ নেতা জনাব এম এ কাশেম,সিলভারডেল প্রিপারেটরি এন্ড গার্লস হাইস্কুলের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক জনাব মোঃ সাইদুর রহমান সরকার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা সামা আফরোজ, সহকারী প্রধান শিক্ষকা মৌসুমী আক্তার এবং সহকারী শিক্ষকা মনিরা লোপা। আরো উপস্থিত ছিলেন,মাধ্যমিক শাখার সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদ, সিনিয়র শিক্ষিকা আফরোজা আনজুম কাকলি, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট ও আওয়ামী শিল্পীগোষ্ঠীর সমীর মজুমদার অসীম, সালমা হামিদ,
জেসি আক্তার, সেলিনা আরশাদ, মোঃ মাহবুবুর রহমান, আরিয়ান,সঞ্জয় মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিক আজিজ।