সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বিয়ের চাপ দেওয়াতে যুবক আত্মগোপনে। আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মি সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।

বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে ‘পুরান ঢাকা সাংবাদিক ফোরাম’।

বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে ‘পুরান ঢাকা সাংবাদিক ফোরাম।

দেশের বন্ধ হওয়া গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম (পিডিএসএফ)। পুরান ঢাকার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন পিডিএসএফ এ দাবি জানান। গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানান তারা। বুধবার (৭ আগষ্ট) বিকেলে সংগঠনের জরুরি সভায় নতুন সরকারের কাছে এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাফরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মুস্তাকিম নিবিড়। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই, দপ্তর সম্পাদক সৈয়দ মাহফুজুল হক মুকুল, সহ-প্রচার সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, আরফিন নিবিড়, জুয়েল খন্দকার, সাব্বির আহমেদ প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমবিরোধী আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এই আইন গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী। এসব কালাকানুন ও স্বৈরশাসনের কবলে পড়ে গণমাধ্যম এখন অস্তিত্বের সংকটে পড়েছে। তারা বলেন, দৈনিক দিনকাল, আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দিতে হবে। সেই সাথে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলেরও দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host