শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফয়সাল (২১) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফয়সাল পেশায় রিকশাচালক। নিহত যুবক বরিশাল জেলার মুলাদী থানার পূর্ব চরপদ্ম গ্রামের আবু কালাম মিয়ার পুত্র। পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় মিজান মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন।
নিহতের বাবা আবুল কালাম জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে মুঠো ফোনে কল করে ডেকে তেঘরিয়া দক্ষিণপাড়া তিন রাস্তার মোড় এলাকায় নিয়ে যায়। পরে ঐ একই নাম্বার থেকে ঘন্টা খানেক পর জানায় ফয়সাল চুরি করেছে এজন্য তাকে বেধে রাখা হয়েছে। এরপর সকাল দশটায় আবার ওই একই নাম্বার থেকে ফোন করে ফয়সালের বাবাকে যেতে বলে। সে ঘটনাস্থলে গেলে ৭/৮ জন মিলে তাকেও মারধর করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সেখান থেকে পরে ফয়সালকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারধর করা আতিক, জহু ও টুকু নামের তিনজনকে চিনতে পেরেছে বলে জানায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর বারটার দিকে ঘটনা জানার পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, টুকু তেঘরিয়া ষ্ট্যান্ড বাজারে মুরগীর ব্যবসায়ী ও অন্য সবার বাসা তেঘরিয়া এলাকায়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন।
২৯.১২.২০২২।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host