সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:২২ অপরাহ্ন
বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: ভুয়া ভিসা দিয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত নজরুল ইসলাম
বরগুনা প্রতিনিধি:
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে ভুয়া ভিসা দিয়ে ৫০ লাখ টাকারও বেশি আত্মসাৎ করেছেন মোঃ নজরুল ইসলাম নামের এক প্রতারক। অভিযোগে জানা গেছে, তিনি দুবাই, মালয়েশিয়া ও সৌদি আরবে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে গেলে তিনি দুবাইয়ে পালিয়ে যান।
অভিযুক্ত মোঃ নজরুল ইসলাম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। ভুক্তভোগীদের অভিযোগ, নজরুল ইসলাম প্রথমে বিশ্বাস অর্জনের জন্য নিজের পরিচয় respectable ব্যক্তির মতো উপস্থাপন করতেন। এরপর বিভিন্ন ধরনের ফেক বা ভুয়া ভিসার কাগজ দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন।
এ পর্যন্ত অন্তত ৫০ লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়। প্রতারিত ব্যক্তিরা ইতোমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন।
ভুক্তভোগীদের একজন বলেন, “নজরুল ভাইয়ের কথা বিশ্বাস করে আমি সব সঞ্চয় তুলে দিয়েছিলাম, এখন বুঝতে পারছি তিনি আমাদের সঙ্গে কী ভয়াবহ প্রতারণা করেছেন।”
প্রতারণার শিকার সকলকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল। একইসঙ্গে এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এই ঘটনায় যে কেউ প্রতারিত হয়ে থাকলে স্থানীয় থানায় যোগাযোগ বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।