শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
বুড়িগঙ্গায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ,আহত শতাধিক।
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার বুড়িগঙ্গা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে প্রায় শতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা ব্রীজের কাছাকাছি এলাকায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুন্দরবন১০ ও চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাম হাসান হোসেন লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ইমাম হাসান হোসেন লঞ্চের প্রায় ৬০ থেকে ৭০ জন ও সুন্দরবন লঞ্চের প্রায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে।
সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ মোঃ মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বুড়িগঙ্গায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে বেশ কিছু যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে আমাদের হাসনাবাদ নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইমাম হাসান হোসেন নামের লঞ্চটি আটক করতে সক্ষম হয়েছেন। অপর লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমরা বরিশাল নৌ পুলিশকে ঘটনার বিস্তারিত জানিয়েছি।
এ ঘটনায় লঞ্চ দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।