শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় কিশোরের লাশ উদ্ধার।
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোর (১৩) বস্ত্রহীন লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ (২৬শে জুলাই) সোমবার সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়ন এর কাজিরগাও এ নির্মিত পদ্মা সেতুর রেলওয়ে ব্রিজের ৯৭ নম্বর পিলারের পাশে থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ ফাঁড়ি।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই জমশেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে কিশোর ছেলেটি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হতে পারে, সুরতহাল এর সময় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি সম্ভবত ৪/৫ দিন আগের হবে সেজন্য একেবারে ফুলে-ফেঁপে সাদা হয়ে গিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।