শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
ইমরান হোসেন ইমু ঃ
উচ্ছেদ অভিযান বিআইডব্লিউটিএর উচ্ছেদে দশম দিনে এসে দেখা দিয়েছে জটিলতা। নদীর সীমানার মধ্যে না পড়লেও একতলা একটি বাড়ি কেন ভাঙ্গা হলো তার সঠিক জবাব দিতে পারছেন না বিআইডাব্লিটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। স্থানীয়দের অভিযোগ নদীর সীমানার বাইরে থাকা সত্ত্বেও কোন কারণ ছাড়াই ভেঙে দেয়া হয়েছে বাড়িটি। এ জন্য ক্ষতি পূরণ দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষতিগ্রস্থরা।
দশম দিনে সোমবার সকাল দশটায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তির থেকে উচ্ছেদ অভিযান শুরু হলেও তা বেশ সময় স্থায়ী হয়নি। এ সময় ঐ এলাকায় একটি একতলা বৈধ্য মালিকা বাড়ি ভাঙ্গা হলেও সীমানা জটিলতার কারনে বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম।
পরে ভেঙ্গে ফেলা একতলা বাড়টি নিয়ে অভিযোগ করেন স্থানীয়রা।
উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন এ বিষয়ে অবগত নন তিনি।
তবে এ ব্যাপারে ভিন্ন কথা জানান বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।
পরে রজধানীর হাজারিবাগের বারৈখালি ও কেরানিগঞ্জের চর ওয়াশপুর এলাকায় অভিযান চাললিয়ে তিনতলা ও দ্বিতল ভবন সহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে এনিয়ে দশম দিনে ১৬৫৬ টি অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ।
বুড়িগঙ্গা নদীর দুই তীর দখলমুক্ত করতে ১০ম দিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ।
সোমবার সকাল দশটায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হাজারিবাগ বারৈখালি এলাকা থেকে তুরাগ পয়েন্টে উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। অভিযানে একটি ১২তলা ভবন সহ ছোট-বড় প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়।