শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
রাজধানীর চকবাজার এলাকা থেকে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে চকবাজার এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১০।
র্যাব জানায়, রাজধানীর চকবাজার এলাকায় পৃথক দুই অভিযানে ৮২০ পিস ইয়াবা উদ্ধার এবং ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মাদক বিরোধী অভিযানে র্যাবের হাতে আটককৃতরা হলো আঁখি আক্তার(২৪), পিতা- মৃত আঃ রহিম, বিথী আক্তার(২২), পিতা- মৃত আঃ রহিম, মোঃ টুটুল(২৩), পিতা-মোহাম্মদ হোসেন, মোঃ রাজু(২২), পিতা- আবুল কাশেম, মো. সোহেল (৩০), পিতা-মো. বদিউজ্জামান, মোঃ রাজা(২৭), পিতা- মৃত এরশাদ উল্লাহ, শহিদুল ইসলাম ওমর(৩১), পিতা- মৃত নুরুল ইসলাম খান ও মোছাঃ সিনথিয়া বেগম(২০), স্বামী-আব্দুর রহিম। এরা প্রত্যেকেই রাজধানীর চকবাজারসহ আশপাশের এলাকার বাসিন্দা। তারা স্থানীয় ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।