সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ। মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতির সময় আটক ২ চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক -স্বপ্নসিঁড়ি কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ৬ জন আটক

 

চাঞ্চল্যকর ও আলোচিত রাজধানীর ফুলবাড়ীয়ার জাকের সুপার মার্কেটের ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ফিরোজসহ এজাহারনামীয় ০৬ জনকে নরসিংদী, গাজীপুর ও রাজধানীর গুলিস্তান থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। গত ০২ ফেব্রুয়ারি ২০২২  তারিখ রাজধানীর ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটে ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে মোঃ রাকিব শেখ (৪৮), পিতা- আব্দুল হাই শেখ, থানা ও জেলা- মাদারীপুর নামের একজন’কে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টার ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বংশাল থানায় ১৮ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখঃ ০২ ফেব্রæয়ারি ২০২২, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৫০৬ দন্ডবিধি। ইতোমধ্যে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরবর্তীতে র‌্যাব জড়িতদের আইনের আওতায় নিয়ে আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০২/২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ২১:০৫ ঘটিকা হতে ২২:১৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর ০৩টি আভিযানিক দল নরসিংদী, গাজীপুর ও রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীর ফুলবাড়ীয়া জাকের সুপার মার্কেটের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টার অপরাধে রুজুকৃত মামলার প্রধান আসামীসহ ০৬ জন পলাতক আসামী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ ফিরোজ আহম্মেদ (৫০), ২। মোঃ হুমায়ুন কবির বিটু (৫৩), ৩। মোঃ নাসির উদ্দিন (৫০), ৪। মাহমুদুল হাসান রাসেল (৪১), ৫। হাজী মোঃ ফরিদ ভ‚ইয়া @ ছোট ফরিদ (৩৯), ৬। মোঃ আলম শিকদার (৫০) বলে জানা যায়।

৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ফিরোজ আহম্মেদ একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা সকলেই ফিরোজ বাহিনীর লোক বলে জানা যায়। ফিরোজ ফুলবাড়ীয়া জাকের সুপার মার্কেটে তার আধিপত্য বিস্তারের লক্ষ্যে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। ফিরোজ উক্ত সন্ত্রাসী বাহিনী দ্বারা উক্ত মার্কেটের ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করত। চাঁদা প্রদানে কেউ অস্বীকার বা বাধা প্রদান করলে তার সন্ত্রাসী পেটুয়া বাহিনী দ্বারা তাদের মারধর সহ বিভিন্ন ধরনের নির্যাতন করে চাঁদা আদায় করত বলে জানা যায়।

৫। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host