শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
লক্ষ্মীপুরে দুই পুলিশ সদস্যসহ করোনা আক্রান্ত ১২ জন
মুহাম্মাদ শোরাফ উদ্দিন (জেলা প্রতিনিধি) :লক্ষ্মীপুর জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ জন।নতুন আক্রান্তদের মধ্যে রামগঞ্জ উপজেলার ৭, রায়পুর উপজেলার ২, কমলনগ, সদর ও রামগতি উপজেলায় একজন করে রয়েছে। এদের মধ্যে রামগঞ্জ উপজেলায় পুলিশের এ এসআই ও এক সদস্য রয়েছে বলে জানা যায়। এছাড়াও ঢাকা থেকে শনাক্ত হওয়া রামগতি উপজেলায় এক রোগী রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২শ’৬৭ জন। সুস্থ হয়েছে ১শ’ ৩৮ জন ব্যক্তি।
আজ (৫ জুন) শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করে।