শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কেরানীগঞ্জের ব্যবসায়ী নিহত।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
তাড়াহুড়ো করে লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তাদের মধ্যে সুমন দাস (৪৮) কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের নাজিরাবাগের বাসিন্দা ও অপর জনের পরিচয় জানা যায়নি।গতকাল রাত আটটা নাগাদ মগবাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ছেলে ঢাকা কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্র সনন দাস জানান, আমার বাবা ঢাকার বাংলাবাজারে বইয়ের ব্যবসা করত, ব্যবসায়িক কাজে কাওরান বাজার যাওয়ার জন্য পাঠাও এর মোটরসাইকেলে করে যাওয়ার পথে মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হলেও আমার পিতাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে আজ সকাল ১১ টার পরে আমাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি ট্রেন আসার আগে সিগনাল গেট ফালানোর কথা থাকলেও তখন তা দেওয়া ছিল না। লাইনম্যানের ভুলের কারণে আজ আমার পিতাকে প্রাণ হারাতে হয়েছে এ জন্য শিগগিরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন বলেন, “সন্ধ্যা ৭টার কিছু পরে কমলাপুর ছেড়ে আসা একটি ট্রেন মগবাজার ক্রসিং অতিক্রম করছিল।ওই সময় রেল গেইটের বার নামানো হলেও মোটর সাইকেলটি তা পার হয়ে যাচ্ছিল। এসময় ট্রেনের ধাক্কায় দুই আরোহীই ছিটকে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অন্যজনের মৃত্যু ঘটে।