শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
লৌহজং গাওদিয়াতে ইভটিজিং প্রতিরোধ মত বিনিময় সভা।
মোঃ ফয়সাল হাওলাদার স্টাফ রিপোটারঃ
মুন্সিগঞ্জের লৌহজং থানার গাওদিয়া ইউনিয়ন বড় মোকাম বাজারে অাজ চলমান আইন শৃঙ্খলা বিষয় সন্রাস জঙ্গীবাদ মাদক ইভটিজিং প্রতিরোধ মত বিনিময় সভার অায়োজন করা হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন কালুরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,হাজী মোঃ দেলোয়ার হোসেন ধুলু সিকদার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লৌহজং থানা ভারপ্রাপ্ত কমকর্তা অফিসার ইনচার্জ
মোঃ আলমগীর হোসেন,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত
মোঃ হাফিজুর রহমান মানিক,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ অায়নাল হাসান, সম্ভব্য চেয়ারম্যান পদ প্রাথী, সাধারণ সম্পাদক গাওদিয়া ইউনিয়ন শাখা, সভা পরিচলনায়, দক্ষ অফিসার রাকিবে হাসান,
আওয়ামী যুবলীগ, কমিনিটিং পুলিশ ফোরাম গাওদিয়া ইউনিয়ন শাখা, সহ সম্মানিত ব্যক্তিবর্গ।