শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্য্যনির্বাহী কমিটির সদস্য সাইমন সাদিক। এই তিন নেতা একসঙ্গে হাতাহাতি করছেন!
তিন নেতার মারামারির এমন ছবি দেখে রীতিমত চোখ কপালে উঠে যায়! তবে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে তারা মারামারি করছেন না। একটি ছবির শুটিংয়ে মিশা-জায়েদ-সাইমনকে এমনটা করতে হয়েছে।
ছবির নাম বাহাদুরি। সাইমন জাগো নিউজকে বলেন, অভিনয়ে মিশা ভাই জায়েদ ভাই এবং আমি শিল্পী সমিতির নতুন কমিটির নেতা। পর্দায় এই প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি।
তিনি বলেন, আজ দিয়াবাড়িতে শুটিং করলাম। মারামারির দৃশ্য ধারণ করা হয়েছে। সপ্তাহভর শুটিং চলবে। ‘বাহাদুরি’ পরিচালনা করছেন শফিক হাসান। ছবিতে জায়েদ খান-সাইমন-মিশা সওদাগর ছাড়াও আরও অভিনয় করছেন পরীমনি, নবাগত মৌ খান। এই ছবির কয়েকটি গানের কথা লিখেছেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।