শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ গ্যাস সিলেন্ডার ব্যবসায়ীকে জরিমানা।
শ্রীনগর প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ২টি এল, পি, গ্যাস সিলেন্ডার ব্যবসায়ীকে পরিবেশ ছাড়পএ ও ট্রেড লাইসেন্স না পাওয়া সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার। উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও বাস ষ্টান্ড সংলগ্ন রবিনর ষ্টোরের প্রোঃ রবিনকে ৪হাজার টাকা অপর টি হল আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজারের আদর্শ গ্যাস সিলিন্ডারের প্রোঃমিরাজ হোসেন কে ২০হাজার টাকা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন । মিরাজ হোসেন ৭থেকে ৮ বছর যাবৎ পরিবেশ ছারপএ ছাড়া ব্যবসা করে আসতেছিল। তিনি আরও বলেন এ অভিযান চলমান থাকবে।#