শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সরল কাব্য
এস এম জাহাঙ্গীর আলম সরকার।
আকাশ বাতাস প্রকৃতির মাঝে
শব্দ মেলার বাজার বসে
সদাই করি সরল কষে
শব্দ কিনি অর্থ বুঝে ;
যোগ বিয়োগ আর গুন ভাগ শেষে
শব্দ সাজাই যতন করে
মালা গেঁথে যাই আপন মনে
কাব্য রসের আস্বাদনেে।
অতি সাধারণ উপজীব্য
প্রকাশ বড়ই দুর্বোধ্য
গদ্য পদ্য আধুনিক বোধ
সনেটসহ আরও কত মত
কিছুই ভাবিনা লিখতে বসে
কঠিনেরে ভাঙ্গি সরল কষে।
গনিতের আছে হাজারো ধারা
কোন কাজ নেই বিজ্ঞান ছাড়া
কবিমন ছুটে কবিতার মাঠে
সরল কষি কাব্য পাঠে।
লেখক – পুলিশ সুপার, গীতিকবি ও কন্ঠশিল্পী।