বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী।

হাসি ফুটেছে হাইচর পানচাষিদের

হাসি ফুটেছে হাইচর পানচাষিদের।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া। চাঁদপুর জেলা প্রতিনিধি।

চাঁদপুর হাইমচর উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী পেশা পান চাষ। নদী মাতৃক এলাকা হওয়ায় এর ভূমি পান চাষের জন্য বিশেষ উপযোগী। হাইমচর পানের বিশেষত্ব হলো তার স্বাদ, যার কারণে এই পান সারাদেশে বিখ্যাত।

চাঁদপুরের হাইমচর উপজেলা পান চাষের জন্য প্রসিদ্ধ। প্রায় ৭০ বছর ধরে এখানে পান চাষ হচ্ছে। পানের চাহিদা বাড়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ায় নদী তীরবর্তী হাইমচরের কৃষকরা পান চাষে বেশ আগ্রহী হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে রপ্তানি শুরু হয় এখানকার পান। এতে নতুন সম্ভাবনা দেখা দেয় এ খাতে। পান চাষিরাও বাপ-দাদার দেখানো পথে হাঁটতে শুরু করেন। বাড়তে থাকে পানচাষি আর পানের বরজের সংখ্যা।

চাঁদপুরের রামপুর বাজার, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি উপজেলাসহ পাশের জেলা নোয়াখালী ও লক্ষ্মীপুরে হাইমচরের পান চাষিদের পানের কদর বাড়তে থাকে। দ্রুত পানের চাহিদা বাড়তে থাকায় এ পেশায় এসে স্বপ্ন দেখতে শুরু করেন অসংখ্য যুবক। এভাবে চলতে থাকে যুগের পর যুগ। সেই ধারাবাহিকতায় এখন পান চাষ করে জীবিকা নির্বাহ করছেন হাজার মানুষ।

বাংলাদেশে উৎপাদিত বাংলা, মিঠা, সাচি, কর্পুরী, গ্যাচ, নাতিয়াবাসুত, উজালী, মহানলী, চেরফুলী, ভাবনা, সন্তোষী, জাইলো, ভাওলা, ঝালি প্রভৃতি জাতের মধ্যে হাইমচর মিষ্টি ও জাল পান উল্লেখযোগ্য।

হাইমচর পানের বরজ সাধারণত দুই ধরনের জাল বরজ এবং বিল বরজ। ১নং গাজীপুর ইউনিয়ন,২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউনিয়ন, ৩নং আলগী দূর্গাপুর (দঃ) ইউনিয়ন, ৪নং নীলকমল ইউনিয়ন,৫নং হাইমচর ইউনিয়ন ৬নং চরভৈরবী ইউনিয়ন সহ আশেপাশের এলাকায়।

সরেজমিনে একাধিক চাষীদের সাথে কথা বলে জানা যায়, বড় পান বিক্রি হতো ১৫০ থেকে শুরু করে ২০০ টাকায় আর মাঝারি পান বিক্রি হতো ৮০ থেকে ১০০ টাকা দরে। ঠিক সেই পান বর্তমান বিক্রি হচ্ছে বড় পান প্রতি বিরা ৫০০ থেকে ৬০০ টাকা ও মাঝারি পান ২৫০ থেকে ৩৫০ টাকা। আর ছোট ১০০ থেকে ১৫০ টাকায়।

পান বিক্রেতা আল আমিন বলেন, বাজারে সব সময় পান-সুপারির চাহিদা থাকে। প্রতি বিড়ায় ১৫ থেকে ২০ টাকাও লাভ হয়। আমরা অন্য জায়গা থেকে পান কিনি না। শুধু হাইমচর থেকেই পান কিনে থাকি। হাইমচরে দীর্ঘদিনের পান-সুপারির খ্যাতি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host