রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
৩১ লক্ষ টাকার হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক।
রাজধানীর ডেমরা এলাকা হতে ৩১ লক্ষ টাকা মূল্যের ৩১৫ গ্রাম হেরোইনসহ জোৎসনা বেগম (৪৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০। এসময় তার কাছ থেকে মাদক বিক্রীর নগদ ৭ হাজার ২শত টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৬এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়াসেল। র্যাব জানায়, গত মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর রামপুরা-ডেমরা লিংকরোড এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর অভিযানিক দল। এসময় এই নারী ব্যবসায়ীকে ৩১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩শ ১৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।